Header Ads Widget

রিয়াজুল জান্নাহ হাকিমীয়া দাখিল মাদ্রাসা । বড়কাছনাই , কাশিনগর , চৌদ্দগ্রাম , কুমিল্লা । যে কোনো প্রযোজনে কল করুন ০১৮৩২-১৪৩৬১৪ Gmail : zabedhossain093@gmail.com

প্রতিষ্ঠাতার বাণী

     

প্রতিষ্ঠাতার বাণী


দুনিয়ায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও ফজিলত

মুহাম্মদ সা: এর পরিভাষায় যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে তালেবে এলেম বলা হয় অর্থাৎ যারা ইলম অন্বেষণ করে। রাসুল সা: বলেন কোন মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে যায় তখন তার পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়, এটা অন্য কারো বেলায় বলা হয় নাই, শুধুমাত্র মাদ্রাসার ছাত্র অর্থাৎ তালেবে এলেমদের জন্যই বলা হয়েছে।

রাসুল সা: বলেন তুমি আলেম হও যদি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও, আর যদি ছাত্র হওয়ার অসম্ভব হয় তোমার জন্য তাহলে তুমি আলেমের কথা অনুযায়ী জীবন যাপন করো, অর্থাৎ আলেম যেভাবে তোমাকে চলতে বলে তুমি সেই ভাবে চলো, আর যদি এটাও তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে অন্তর থেকে আলেমকে মহব্বত করো। 

সুতরাং তুমি যদি উপরের একটিও হতে না পারো তাহলে অন্ততপক্ষে আলেমের বিরোধিতা করিওনা, যদি তুমি আলেমের বিরোধিতা করো আলেমকে ঘৃণা কর তাহলে মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে নাউজুবিল্লাহ।

মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন হযরত মূসা আলাইহিস সালামকে ছোট বেলায় বিবি আছিয়া বলেছিলেন যে, এই শিশুটিকে আমার ভালো লাগে, মুফাসসিরিনে কেরাম বলেন এই একটি কথার কারণেই বিবি আছিয়ার মরনের সময় ঈমান নসিব হয়েছিল এবং আল্লাহ তাআলা এমন ঈমান  নসিব করেছে যে, মৃত্যুর সাথে সাথেই জান্নাতে চলে গেছে‌।

যখন আছিয়া বলেছিল এই শিশুটিকে আমার ভালো লাগে ঠিক তখনই ফেরাউন বলেছিল এই শিশুটিকে আমার ভালো লাগেনা, মুফাসসিরগণ বলেন এই একটি কারণেই ফেরাউনের ভাগ্যে ঈমান নসিব হয় নাই এবং মৃত্যুর সময় অপদস্ত ও বেইমান হয়ে মারা গেছে। 

রাসুল সা: বলেন উলামায়ে কেরাম হল নবীগণের উত্তরসূরী নবীগণের সাথে মহব্বত রাখলে যেমন জান্নাত পাওয়া যায় ঠিক তেমনিভাবে আলেমকে মহব্বত করলেও জান্নাত পাওয়া যায়। নবীগণের সাথে বেয়াদবি করলে যেমন মৃত্যুর সময় কালিমা নসীব হয় না, ঠিক তদ্রূপ আলেমের সাথে বেয়াদবি করলে মৃত্যুর সময় কালিমা নসীব হয় না। আর সেই আলেম তৈরি হয় একমাত্র কওমি মাদ্রাসায়। একজন মানুষ আলেমকে মহব্বত করার ফলে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবে, আর যদি আলেমের সাথে বেয়াদবি করে তাহলে বেইমান হয়ে মরতে হবে।

Post a Comment

0 Comments